রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

বিজ্ঞান ও ঈশ্বরের মেলবন্ধনের প্রচেষ্টা

আধুনিক যুগে বিজ্ঞান আনেক দূর এগিয়ে গেছে । মৌলবাদীরা বুঝে গেছে যে এই বিজ্ঞানের বিরুদ্ধে থেকে তাদের স্ব স্ব ধর্মকে টিকিয়ে রাখা আআর সম্ভব নয় । তাই তারা এখন তাদের ধর্মের সাথে বিজ্ঞানের মিল খুঁজে এটাই প্রমাণ করতে চাইছে যে তাদের ধর্ম সত্য । এরকম কিছু উদাহরণ এখানে দেয়া হল :



বিজ্ঞান ও হিন্দু ধর্ম


একটি জনপ্রিয় হিন্দুধর্মীয় সংগঠন রামকৃষ্ণ মিশন এর লোকেরা তাদের বাংলা মুখপত্র ''উদ্বোধন'' এর একটি সংখ্যায় বিজ্ঞানের সাথে হিন্দু ধর্মের মিলকে ব্যাক্ষা করেছে এই ভাবে :


১. বিগ ব্যাং : বিজ্ঞানের এই ধারণার সঙ্গে তুলনা করা যায় শ্রীমদ্ভাগবতে কথিত সৃষ্টি বর্ণনা - "সকল পদার্থ ক্ষুভিত হইয়া পরস্পর মিলিত হইল । তাহার পর সেই সকল হইতে একটি অচেতন অণ্ড উৎপন্ন হইল । ... ঐ অণ্ড বহির্ভাগে ক্রমশ দশগুণ বর্ধিত প্রধাণাদি জলাদি দ্বারা পরিবৃত । সেই অণ্ডেই ভগবান হরির মূর্তিস্বরূপ লোকসমূহ বিস্তৃত আছে । আবার তিনি দশাঙ্গুলি পরিমিত হইলেও এই বিশ্ব আবৃত করিয়া আছেন । মায়ার অধীশ্বর সেই ভগবান বিবিধ রূপ ধারণ করিতে ইচ্ছা করিয়া আত্মমায়া দ্বারা যদৃচ্ছাক্রমে প্রাপ্তকাল, অদৃষ্ট ও প্রকৃতি আশ্রয় করিয়াছিলেন ।


২. ব্ল্যাক হোল : ব্ল্যাক হোল (কৃষ্ণ গহ্বর) জাতীয় মহাশূণ্যের তথাকথিত সিঙ্গুলারিটিতে (গাণিতিক ঊতসবিন্দু), যেখানে নতুন পদার্থ জন্ম নিচ্ছে, আধুনিক বিজ্ঞানে ভাবা হয় যে, সময় সেখানে স্তব্ধ হয়ে থাকে । সাধারণের মধ্যে বহুল প্রচলিত কথা ' ব্রহ্মার এক মুহূর্তে পৃথিবীর সহস্র বছর' এরই প্রতিধ্বনি ।


৩. নবজাতক শিশু (Test-Tube Baby), বিকল্প মা ( Surrogate Mother) : এইসব আধুনিক বিজ্ঞানের দান বলে আমরা মনে করলেও তা আসলে প্রাচীন হিন্দু সভ্যতার কাছে নতুন নয় । দ্রোণ ও দ্রোণীর জন্মকথা, সত্যবতীর জন্মকথা, এসব পুরাণের ঘটনা তারই প্রমাণ ।


৪. পেট্রিয়ট মিসাইল (Patriyot missile) : পেট্রিয়ট মিসাইল নামের বিধ্বংসী অস্ত্র ( উপসাগরীয় যুদ্ধে ব্যাবহৃত হয়েছিল ) আবিষ্কারের পর প্রমাণিত হয়ে গেছে 'বরুণ-বান' ও 'অগ্নি-বান' আদৌ কোন কল্পনা ছিল না ।


রামকৃষ্ণ মিশনের অমূল্য বাণীতে আরো আনেক কিছুই আছে যা বিশ্লেষণ করলে পাওয়া যায় :

১. বিজ্ঞানের সব নবতর আবিষ্কারই বাস্তবে নতুন কোন আবিষ্কারই নয় । এ'সবই প্রাচীন যুগে হিন্দুরা আবিষ্কার করেছিল । প্রাচীন হিন্দু পুরাণে, মহাকাব্যে ( রামায়ণ, মহাভারত প্রভৃতি ) এই সব আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলোর উল্লেখ আমরা পাই ।

২. প্রাচীন হিন্দু পুরাণ, ধর্মশাস্ত্র, মহাকাব্যে আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলোর উল্লেখ রয়েছে রূপক আকারে । প্রয়োজন রূপকগুলোর ব্যাক্ষার । প্রয়োজন আধুনিক বিজ্ঞানের আলোকে রূপকথাগুলোর পুনর্ব্যাক্ষার ।

৩. হিন্দু ঋষিদের আধ্যাত্মবাদী জ্ঞান ও ঈস্বরবাদী জ্ঞান যা আসলে বিজ্ঞান, সেই বিজ্ঞান দ্বারা পাশ্চাত্যের অসম্পূর্ণ বিজ্ঞানকে অপসারণ করতে হবে । এবং এভাবেই আত্মবিসৃত জাতিকে ( হিন্দু জাতিকে বোঝানো হয়েছে) উঠে দাঁড়াতে হবে ।

৪. ঈশ্বরে বিশ্বাস ও যুক্তিমনস্কতা বা বিজ্ঞানমনস্কতার মধ্যে কোন বিরোধ নেই ।

৫. হিন্দু দর্শন অবশ্যই পাশ্চাত্য বিজ্ঞানের চেয়ে অনেক বড় বিজ্ঞান । (যদিও সেটা প্রমাণ করার জন্য হিন্দু মোউলবাদীরা পাশ্চাত্য বিজ্ঞানকেই ব্যাবহার করছে...)



পশ্চিমবঙ্গের দেশ পত্রিকায় বিজ্ঞানের সাথে হিন্দুধর্মের মিল দেখানো হয়েছে আরেক ভাবে :
বেদান্তে বিশ্বব্রহ্মাণ্ডের মডেল হিসেবে 'উর্ণনাভ' বা মাকড়সার উল্লেখ আছে । দেশ পত্রিকা বর্তমান বাস্তবিক মহাবিশ্বের সাথে মকড়সার মিল খুঁজে পেয়েছে । বিশ্বব্রাহ্মাণ্ড যেমন শূণ্য থেকে প্রসারিত হতে শুরু করে আবার সংকুচিত হয়ে শূণ্যে পরিণত হবে, থিক তেমনি মাকড়সা না হলেও মাকড়সার জালও প্রসারিত হয়ে এবং এটাকে গুটিয়ে নেয়া যায় । সুতরাং দেখুন বেদান্তে মহাবিশ্বার সাথে মাকড়সার কি অদ্ভুত এবং চমৎকার মিল খুঁজে পাওয়া গেল...




বিজ্ঞান ও ইসলাম ধর্ম



আনেক মুসলিম বিজ্ঞানী কোরানের সাথে বিজ্ঞানের মিল করতে চেয়েছেন । নিচে উদাহরণ দেয়া হল :

১. ফতেহ মোহাম্মদ : ইনি পাকিস্তানের একজন বিজ্ঞানী । কোয়ান্টাম মেকানিকস থেকে জিন সবই পবিত্র ধর্মগ্রন্থ কোরানের আলোকে ব্যাক্ষা করা যায় এই প্রসঙ্গে তিনি একটি ঢাউস বই লেখেন । সরকার বইটির দারুন প্রশংসা করে । বইটিতে ব্যাক্ষা সহকারে দেখানো হয়েছে আধুনিক বিজ্ঞানের প্রতিটি আবিষ্কারই নানা রূপকের আকারে রয়েছে কোরানে । তিনি নানা যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন ( আনেক মুসলিম এর মতে প্রমাণ করে সেরেছেন ) ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হল কোরানে বর্ণিত সোজখ বা নরক ।


২. পারভেজ আমিরালী হুদোভয় : ইনি পাকিস্তানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী । তিনি ১৯৭৯ সালে ইসলামিক বিজ্ঞান সম্মেলন-এ একটি গবেষণাপত্র পাঠ করেন । তাতে তিনি জানিয়েছেন :
(i) প্রতি সেকেণ্ডে আলোর যা গতি, তার চেয়েকম গতিবেগ হওার কারণে বেহেস্ত বা স্বর্গ আক্ষরিক অর্থেই বর্তমান অবস্থান থেকে সরে গেছে ।
(ii) শবেবরাতের পূণ্য রজনীর এক উপাসনা সাধারণ রাতের সহস্র উপাসনার চেয়ে শ্রেয় । ডঃ পারভেজ তার এই বক্তব্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে আপেক্ষিক তত্ত্বকে টেনে এনেছেন ।
(iii) কোরানে বর্ণিত সাত আসমান তত্ত্ব বিষয়ে তিনি বলেন, এগুলো পরমাণুর কোয়ান্টাম স্তরের মত । যেভাবে শক্তি শোষণ বা বর্জন করে পরমাণু স্তর পরিবর্তন করে, সেভাবে পাপ বা পূণ্য করেও এক আসমান থেকে অন্য আসমানে যাওয়া যায় ।


৩. ডঃ বি. এম. : ইনি পাকিস্তান পারমাণবিক শক্তি কমিশনের উঁচু পদে অধিষ্ঠিত । তিনি তার এক প্রবন্ধে বলেছেন,
(i) কোরানে বর্ণিত অসীম ক্ষমতাসম্পন্ন অগ্নিময় জীব আসলে জিনের অস্তিত্বের রূপকাকার ।
(ii) ব্ল্যাক হোলের অস্তিত্ব আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে নতুন হলেও হাজার বছর আগে রচিত কোরানে এর উল্লেখ আছে ।কোরানে যে বেহেস্ত এর উল্লেখ আছে তা আসলে কৃষ্ণ গহ্বর । (লক্ষ্য করুন, বিজ্ঞানী ফতেহ মহাম্মদ কিন্তু এই ব্ল্যাক হোলকেই দোজখ বলেছেন )


৪. মোহাম্মদ মুনির : পাকিস্তানী লেখক মোহাম্মদ মুনির তার বই 'গড, ইউনিভার্স অ্যান্ড লাইফ' এ বলেছেন, ' আমাদের মনে রাখতে হবে, পারমাণবিক অবদানগুলো আধ্যাত্মিক । বস্তুবাদীরা আমাদের যেভাবে প্রোটন ও নিউট্রনে আকর্ষণের ক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় শক্তিকে বিশ্বাস করতে বলেন, আসলে তা কিন্তু সত্যি নয় । ভাবতে অবাক লাগে, যখন নর ও নারী একে অপরের পিছু ছুটছে, প্রেমে লিপ্ত হচ্ছে, তখন নর-নারীরাই এই বৈজ্ঞানিক সত্যটি উপলব্ধি করতে পারেন নি, যে প্রোটন ও নিউট্রন দুই লিঙ্গে বিভক্ত । ( বুঝুন ব্যাপারটা । পরমাণুর মধ্যে আত্মার আবিষ্কার এবং প্রোটন ও নিউট্রনে দুই বিপরীত লিঙ্গের আবিষ্কার ! মুনির সাহেব তাঁর এই যুগান্তকারী আবিষ্কারকে বিজ্ঞানের দরবারে পেশ করতে পারলে অবহেলে নোবেল জিততে পারতেন...)


৫. ডঃ রাশাদ খলিফা : মিশরের এই প্রখ্যাত বিজ্ঞানী অত্যাধুনিক কম্পিউটারের সাহাহ্যে লোরান বিশ্লেষণ করে, বিশ্লেষিত তথ্যের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন, কোরান নিশ্চিতভাবেই আল্লাহর রচনা এবং কোরানই অলৌকিকের অস্তিত্বের প্রমাণ । ডঃ খলিফা এই বিশয়ে একটি বইও লিখে ফেলেছেন । সেটি হল ' দি কম্পিউটার স্পিকন গডস মেসেজ টু দি ওয়ার্ল্ড' । খলিফা সাহেব আবিষ্কৃত তথ্যের ভিত্তিতে মোঃ আব্দুর রাজ্জাক্লিখেছেন, 'আল-কোরান সর্বশ্রেষ্ঠ মজেযা এবং ঊনিশ' । 'মোজেযা' কথার অর্থ হল 'অলৌকিক ব্যাপার' । মোজেযা এবং ঊনিশশব্দ দু'টি নামকরণের সঙ্গে যুক্ত হবার সার্থকতা এই যে খলিফা সাহেব কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণ করে দেখিয়েছেন - ঊনিশ সংখ্যাটি পরম বিস্ময়কর ও চরম অলৌকিকত্বের চাঞ্চল্যকর তথ্যের বিস্তারিত নির্ভূল বর্ণনা ।